ঢাকা Wednesday, 24 April 2024

যুবকের উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:05, 20 August 2021

যুবকের উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের অদূরে কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ট্রেন থামিয়েছেন এক যুবক। তার এই উপস্থিত বুদ্ধির জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও এর যাত্রীরা। 

শুক্রবার সকালে (২০ আগস্ট) এ ঘটনা ঘটে। এরপর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে হিলি থেকে মেরামতকর্মীরা এসে ভাঙা লাইন ঠিক করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনচালক শাহ আলম বলেন, প্রায় ৮ ইঞ্চি ভেঙে যাওয়া রেললাইন দিয়ে ট্রেনটি ৮০ কিমি গতিতে চলতে গেলে দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয় যুবকদের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। 

স্থানীয় যুবক শফিকুল বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাতিজা নাজির রেললাইন ভাঙা দেখে আমাকে জানায়। এ সময় ঘাড়ের লাল গামছা উড়িয়ে ট্রেনটি থামাতে সমর্থ হই।

পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, ভাঙা রেললাইনের অংশটুকু মেরামত করার দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।