ঢাকা Saturday, 20 April 2024

ছেলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন এসে কাঁদলেন মিন্টুর বাবা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: 23:31, 12 August 2021

ছেলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন এসে কাঁদলেন মিন্টুর বাবা

লালমনিরহাটের হাতীবান্ধায় দ্বিতীয় দিনের মানববন্ধন এসে ছেলে মিন্টু চন্দ্র বর্মণের খুনিদের ফাঁসির দাবিতে কাঁদলেন বাবা শরৎ চন্দ্র ও স্বজনরা।

সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মেডিক্যাল মোড় গোলচত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মিন্টু চন্দ্রের বাবা শরৎ চন্দ্র বর্মণ, ভাই দীপক চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কেশব চন্দ্র সিংহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলিপ কুমার সিংহ, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল কায়েস হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক পারভেজ, টংভাঙ্গা ছাত্রলীগ সভাপতি আরিফ, আলিমুদ্দিন সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি লিপন প্রমুখ।

প্রসঙ্গত, মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। এছাড়া তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ১৩ জুলাই (মঙ্গলবার) আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ণ মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে নিখোঁজ হন তিনি। সাতদিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। 

পরে গত সোমবার সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের লাশ উদ্ধার করে র‌্যাব।