ঢাকা Tuesday, 05 December 2023

অটোরিকশা চালক মুরাদ হত্যায় আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:02, 20 November 2023

অটোরিকশা চালক মুরাদ হত্যায় আটক ১

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের অটোরিকশা চালক মুরাদ (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১০ দিন তথ্য প্রযুক্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আবুল কামাল আজাদ নামে এক আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সেই অটোরিকশা চালক মুরাদকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করেছে বলে জানায়। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং মাধ্যমে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।
পুলিশ সুপার জানান, গত ১১ নভেম্বর সদর থানায় মরিয়ম বেগম নামে এক নারী অভিযোগ করেন তার ছেলে অটোরিক্সা চালক মুরাদ নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছেনা। পরের দিন স্থানীয় এলাকার একটি ধানক্ষেত থেকে অপহৃত মুরাদের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে নামে পরে। পরে সোমবার (২০ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে আবুল কালাম আজাদ কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর এনে জিজ্ঞাসাবাদ করলে সেই মুরাদ কে হত্যা করে বলে জানায়। পরে অটোরিকশাটি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা এলাকা উদ্ধার করা হয়। মুরাদকে হত্যা করে হত্যাকারী কালাম অটোরিকশা নিয়ে আত্মগোপনে চলে যায়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।