
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ - এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে (এইচএসসি-২০২৪) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চাঁদপুরের কৃতী সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের প্রতিষ্ঠিত আলী আহম্মদ মিয়া কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-অভিভাবকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. এনামুল হক ও প্রভাষক নেহেল আহম্মেদ।
বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. বাদশা মিয়া, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন খান, প্রভাষক রাবেয়া বশরি, প্রভাষক মাকসুদা আক্তার, প্রভাষক জেসমিন আক্তার, অভিভাবক শাহিদা সুলতানা, প্রভাষক নাসির উদ্দিন, প্রভাষক মনজুর আহমেদ প্রমুখ।
অভিভাবক সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা ও তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধাভিত্তিক, কলেজে শতভাগ উপস্থিতি এবং কর্মদক্ষতায় পারদর্শিতার জন্য পুরস্কার প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ইত্যাদি। তারা এদিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে কি না, এসবের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, কলেজের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, দাতা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং তাদের পরিবারবর্গ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নে সর্বদা পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় এই কলেজ আজকে অতি অল্প সময়ের মধ্যে উপজেলার মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এজন্য কলেজের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম যেন আবার এমপি ও মন্ত্রী হয়ে মতলবের মানুষের সেবা করতে পারেন, সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।