
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় সূর্য্য দেবতার কৃপালাভের আশায় ছোট যমুনার তীরে শেষ হয়েছে দুইদিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা (ছট পূজা)। সাধারণত দেশের সর্বত্রই এই পূজা হয়না কারণ অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে এই পূজা করে থাকেন। জানা যায়, প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে বা দীপাবলীর ৬ দিন পর এই মহা পর্ব ছট পালিত হয়। এই উৎসবে ষষ্ঠী মা ও সূর্য দেবতার পূজা করা হয়। এই সময় ৩৬ ঘন্টার কঠোর উপবাস রাখা হয়।
সূর্য দেবতার কৃপা লাভের লক্ষ্যে রোববার (১৯ নভেম্বর) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে ডালায় কুলা ভর্তি বিভিন্ন প্রকারের প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্য দেবতার দিকে তাকিয়ে বসে থাকেন নারীরা। সূর্যাস্তের পর সেখানে থেকে নিজ নিজ বাড়ি ফিরে যান। আবার ওইদিন দিবাগত রাত তিনটা থেকে কুলা ভর্তি প্রসাদ নিয়ে পুনরায় ফিরে আসেন নদীর তীরে। প্রতীক্ষা করেন সূর্য ওঠার জন্য। সোমবার (২০ নভেম্বর) সূর্য ওঠার পর থেকেই নদীতে অবস্থান করে মনোকামনা ও সূর্য দেবতার কৃপাদৃষ্টি লাভের জন্য কুলা ভর্তি প্রসাদ নিয়ে নারীরা অর্ঘ্য করেন সূর্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ্য শেষে নারীরা একে অপরকে আবির পরিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে শেষ হয় পূজার উৎসব।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভপতি জয় প্রকাশ গুপ্ত বলেন, সূর্য্য সূর্য্যউপাসনার উৎসব ভারতে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে এই সূর্য্যপূজা যাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজার আয়োজন করা হয়ে থাকে।
ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের পূরহিত শ্রী বিকি শর্মা বলেন, সূর্য্য পূজা (ছট পূজা) মূলত অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছট পূজা) করে থাকেন। এই সূর্য্য পূজা (ছট পূজা) ভগবান শ্রী রামের স্ত্রী সিতা মইয়া এবং পার্বতী দেবীও পালন করেছিলেন।