
মানুষের প্রধান খাদ্য ভাত হলেও তরকারির জন্য আলু দ্বিতীয় অপরিহার্য হিসেবেই প্রয়োজন। আমাদের প্রতিদিনের এমন কোন তরকারি নেই যেখানে আলুর ব্যবহার হয় না। চলতি বছর আলুর দাম লাগামহীন বৃদ্ধি ও বর্তমানে আলু রোপনের ভরা মৌসুমে বীজ আলুর সংকট ও সরকারি, বেসরকারি ও কৃষক পর্যায়ে আলু বীজের মূল্য বৃদ্ধির কারণে কৃষক দিশেহারা। ফলে আলু চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এবছর ১ হাজার ৯৯৪ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতে দাম বেশি পাওয়ায় উপজেলার কৃষকরা ৫০ থেকে ৫৫ দিনে উত্তোলনযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের আগাম আলুর বীজ বপন শুরু করছেন কিছু কৃষক।
উপজেলার গঙ্গাপ্রসাদ, গোপালপুর, রাজারামপুর, নুরপুর, শমশেরনগর, পাটকপাড়া, লক্ষণপুর, বুজরুক, চকচকা, খয়েরবাড়ি এলাকা ঘুরে দেখা গেছে, অনেক আলুর জমি পড়ে আছে। আলু বীজের দাম বেশি হওয়ায় ভুট্টাসহ অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষক।
উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গপ্রসাদ গ্রামের আলী চাষী সামেদুল ইসলাম বলেন প্রতি বছর তিনি জমিতে আলু চাষ করেন। এবছর বীজ আলুর দাম বেশি হওয়ার কারণে মাত্র ৬০ শতাংশ জমিতে আলু চাষ করছেন। তার হিসেবে এলকায় শতভাগের মধ্যে ৩ ভাগ জমিতে আলু চাষ হবে এবছর।
ওই গ্রামে অপর এক আলু চাষী বলেন প্রতিবছর তিনি দেড় একর জমিতে আলু চাষ করলেও এবছর কোন জমিতেই আলু চাষ করছেন না। তবে আলুর জমিতে তিনি ভুট্রা, পিয়াজসহ অন্য ফসল চাষ করবেন।
তিনি আরো বলেন, বর্তমানে ৬০ রোমানা জাতের আলু বীজ বর্তমানে কিনতে হচ্ছে ৪ হাজার টাকায়। তার কথায় এত টাকা খরচ করে আলু রোপন করলে খরচ উঠবে না। পৌর এলাকার চকচকা গ্রামের আলু চাষী এমদাদুল হক বিষু বলেন, তিনি এবার ৫০ শতাংশ জমিতে আলু চাষ করেছেন তার বীজ আলু কিনতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। অথচ ওই জমিতে গত বছর আলু বীজ লেগেছে মাত্র ১০ হাজার টাকা।
এদিকে সরকারি, বেসরকারি ও কৃষক পর্যায়ে সব স্তরেই বেড়েছে আলু বীজের দাম। এবার প্রতি কেজি আলুর বীজ সরকারিভাবে ৪৮ টাকা ৫০ পয়সা থেকে ৫৭ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১শ’ ১০ টাকা প্রতি কেজি। বাজারে বীজ আলুর সংকট যত তীব্র হচ্ছে, দাম তত লাফিয়ে বাড়ছে।
এর আগে সরকারি কোম্পানিগুলো বীজ আলু বিক্রি করছিল ৪০ থেকে ৪৫ টাকায়, এবার তাদের বিক্রি করতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। কারণ, তরকারি হিসেবে খাবার আলু হিসেবে বাজারে বিক্রির আশংকা রয়েছে। কারণ বর্তমানে বাজারে প্রকার ভেদে তরকারির আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা প্রতি কেজি।
অপরদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গত ২০২১-২২ অর্থবছরে আলু বীজের মূল্য নির্ধারণ করেছিল কেজি প্রতি জাত ভেদে ২২ থেকে ৩২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে জাত ভেদে আলু বীজের মূল্য নির্ধারণ করেছিল ৩১ থেকে ৩৯ টাকা। সেখানে চলতি ২০২৩-২৪ অর্থবছরে জাত ভেদে আলু বীজের মূল্য ৪৮.৫০ টাকা থেকে ৫৭.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুর জেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার চাহিদার মাত্র ৪ শতাংশ সরকারি আলুর বীজ বরাদ্দ পাওয়া গেছে। তাও আবার আনতে হবে অন্য জেলা থেকে। দিনাজপুরের নশিপুর হিমাগারের ধারণক্ষমতা মাত্র ১হাজার ১শ’ মেট্রিক টন। আলু বীজের সংকট কাটাতে সিংহভাগ আনতে হবে বাইরের জেলা থেকে। এতে বাড়বে পরিবহন খরচ। এ নিয়ে ডিলারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জেলা কৃষি দপ্তরের মতে জেলার ১৩ উপজেলায় ৪৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়ে থাকে। এই ৪৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে ৭৫ হাজার ৭৫ মেট্রিকটন বীজ আলু প্রয়োজন। তবে বরাদ্দ পাওয়া গেছে ৩ হাজার ৮৬ মেট্রিক টন। যা চাহিদার মাত্র ৪ শতাংশ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, এই মাসেই আলু রোপনের শেষ সময়। এরপরও অনেকেই আলু লাগাবে তবে ফলন ভাল হবে না। আর বীজ আলুর মূল্য বৃদ্ধির করাণে আলু চাষাবাদ কমলে আমাদের সেখানে করার মত কোন কিছু নেই। তবে আলু চাষ কম হলেও উপজেলায় আলুর কোন জমি পতিত থাকবে না। আলু না লাগালেও কৃষকরা সেইসব জমিতে অন্য ফসল ফলাবে।