ঢাকা Tuesday, 05 December 2023

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: 12:54, 16 November 2023

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক নিহত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুল খালেক (৩০) নামের এক এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. তাজু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সাথে সিলেটমুখী একটি এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সের চালক মারা যায়। পরে খবর পেয়ে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া এ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।