ঢাকা Tuesday, 05 December 2023

নারায়ণগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 11:52, 16 November 2023

নারায়ণগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের সময় জামায়াত ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরো ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।