ঢাকা Thursday, 28 March 2024

সুন্দরবনে বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: 23:55, 4 August 2021

সুন্দরবনে বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করে বন বিভাগ। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) এনামুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রজনন মৌসুম জুন, জুলাই ও আগস্ট - এই তিন মাস সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু মহাজন অধিক মুনাফার লোভে জেলেদের দিয়ে মাছ শিকার করাচ্ছে। এমন গোপন খবরে সুন্দরবনের জোংড়া এলাকায় বনকর্মী মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় মাছ বহনকারী একটি নৌকা দেখতে পান তারা। পরে তল্লাশি চালিয়ে আট মণ চিংড়িসহ আরো দুটি ককসেটভর্তি বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। 

তবে এসময় দোষী কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। জেলেরা বনের ভেতর পালিয়ে যায় বলে দাবি বন কর্মকর্তা এনামুলের। 

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল মিশিয়ে মাটি চাপা দেয়া এবং নৌকাটি ভেঙে ফেলা হয়েছে।