ঢাকা Friday, 29 March 2024

চৌদ্দগ্রামে আশ্রয়ণের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: 23:50, 4 August 2021

চৌদ্দগ্রামে আশ্রয়ণের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা

‘আশ্রয়ণের অধিকার - শেখ হাসিনার উপহার’ - এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১২৫টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের নতুন ঠিকানা দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ পেয়ে আনন্দে আত্মহারা।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘মাথা গোঁজার ঠাঁই’ পাওয়ার প্রতিক্রিয়ায় কাশিনগর ইউনিয়নের উপকারভোগী সাজেদা বেগম বলেন, ‘সন্তানদের নিয়ে আমরা পরের ভিটায় থাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমিসহ ঘর দিয়েছেন। আমার সন্তানদের নিয়ে আর পরের জমিতে থাকতে হবে না। এখন আমি আর ভূমিহীন-ঘরহীন না। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক, প্রশাসন ও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতায় আজ আমি পরিবার নিয়ে নতুন ঘরে আছি।’

আবুল খায়ের নামে আরেক উপকারভোগী বলেন, ‘আমার জায়গাজমি ছিল না। নদীর পাড়ে থাকতাম। জীবনে অনেক কষ্ট করেছি। এখন আমাদের মা জননী হাসিনা জায়গা দিয়েছেন, ঘর দিয়েছেন, আমি তাতে অনেক খুশি। তার জন্য নামাজ পড়ে দোয়া করবো। আমাদের মতো গরিবদের পাশে তিনি যেন সারাজীবন থাকতে পারেন।’

হাজেরা বেগম বলেন, ‘আমাদের সংসারে পাঁচজন লোক। মাঠেঘাটে কাজ করে খাই। আমার কোনো জমি নেই। প্রধানমন্ত্রী জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। ঘর পেয়ে আমি খুব খুশি। বিনামূল্যে জমি-ঘর পাব কোনোদিন ভাবিনি।’

কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ মোশারেফ হোসেন বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীনদের জমিসহ ঘর দেয়া - এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক সফল রেলমন্ত্রী মো. মুজিবুল হকের সহযোগিতায় জমিসহ ঘর পেয়েছেন। এরই মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের দিকনির্দেশনায় ও পরামর্শে ২২টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে, তারা নতুন ঘরে উঠে এখন খুশিতে  আত্মহারা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা তাদের ভিজিডি কার্ড করে দিয়েছি এবং হাঁস-মুরগি পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা তাদের উৎসাহ দিচ্ছি। তাছাড়া আমি তাদের নানা প্রকার সবজির বীজ ও গাছের চারা প্রদান করেছি।’

কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পরির্দশনে এসে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলায় দ্বিতীয় ধাপে ১৮০টি ঘরের মধ্যে ১২৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বাকি পরিবারগুলোকেও দ্রুততম সময়ের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হবে।’