ঢাকা Tuesday, 23 April 2024

কুষ্টিয়ায় এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 23:07, 4 August 2021

কুষ্টিয়ায় এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন

করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিধন কর্মসূচি উদ্বোধন করেছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ। 

বুধবার (৪ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে ফগার মেশিং দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জাহিদুল ইসলাম।

এ সময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মো. শফিকুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, গণপূর্ত সিবিএর সভাপতি জিল্লুর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনশেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর, জজকোর্ট চত্বর ও পুলিশ লাইন অফিস চত্বরের আশপাশে ফগার মেশিং দিয়ে এডিস মশা নিধন করেন গণপূর্ত বিভাগ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জাহিদুল ইসলাম।