ঢাকা Friday, 29 March 2024

চাঁদপুরে একদিনে ৪৪৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:58, 4 August 2021

আপডেট: 19:58, 4 August 2021

চাঁদপুরে একদিনে ৪৪৬ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে একদিনে আরো ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১ হাজার ৬০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৮.৯০ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে বুধবার (৪ আগস্ট) এসব তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৮ জন, হাজীগঞ্জের ৪৪ জন, ফরিদগঞ্জের ৪৭ জন, মতলব উত্তরের ২০ জন, মতলব দক্ষিণের ৪২ জন, হাইমচরের ৩০ জন, শাহরাস্তির ৫৪ জন ও কচুয়ার একজন রয়েছেন।

একই দিনে ১৬৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৯ জন, ফরিদগঞ্জের ২৯ জন, হাজীগঞ্জের ১৯ জন, মতলব দক্ষিণের পাঁচজন, মতলব উত্তরের ১৮ জন, কচুয়ার ১৯ জন, শাহরাস্তির ২৩ জন ও হাইমচরের সাতজন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৯৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭ হাজার ২০৮ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৯ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।