
সিসি ক্যামেরায় ধরা পড়া সন্দেহজনক ব্যক্তি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে রাধাগোবিন্দ সেবাশ্রম মন্দিরে চুরি হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে মন্দিরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।
খবর পেয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দিরের পুরোহিত জয়দাস গোস্বামী বলেন, সোমবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ঘুমিয়ে পড়ি। ভোররাতে উঠে মন্দিরে গিয়ে দেখি মূর্তি এলোমেলো এবং স্বর্ণালঙ্কার ও টাকা নেই। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনকে জানাই।
এদিকে মন্দিরের সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার রাত ২টার দিকে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মন্দিরের উত্তরের দরজা দিয়ে প্রবেশ ও বের হচ্ছেন।
মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ দত্ত বলেন, মন্দিরে চুরির বিষয়টি দুঃখজনক। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। চুরির বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
খবর পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া-শাহরাস্তি সার্কেল (এএসপি) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন।