ঢাকা Tuesday, 05 December 2023

কচুয়ায় সড়ক যেন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 19:59, 26 September 2023

কচুয়ায় সড়ক যেন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর সড়কটি যেন পরিণত হয়েছে মরণফাঁদে। বেহাল এই সড়কে প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি চলছে যানবাহন। 

বৃহত্তর নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার যানবাহন ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প সড়ক হিসেবে এই পথে চলাচল করে থাকে। এতে অতিরিক্ত লোডিংয়ের কারণে সড়কগুলো ভেঙে গিয়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।

সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৪২ কিলোমিটার এ সড়কের কচুয়া উপজেলার উত্তর সীমান্তের বারৈয়ারা থেকে কচুয়া সদর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এমন অবস্থার কারণে যানবাহন চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে।

এলাকাবাসী ও যাত্রীরা জানান, এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। এ পথে চলাচল করা মানেই দুর্ভোগ স্বীকার করা। তার দ্রুত ওই সড়কটি সংস্কারের দাবি জানান। 

যানবাহন চালকরা জানান, নিম্নমানের কাজ হওয়ায় সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে এ সড়কে যানবাহন চলাচলই বন্ধ হয়ে যেতে পারে। 

সড়কটি সংস্কারের জন্য চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই।