ঢাকা Tuesday, 05 December 2023

শেরপুরের বিচারিক আদালতের গাড়িচালক বাতেনের ভূমিদস্যুতা

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:48, 25 September 2023

শেরপুরের বিচারিক আদালতের গাড়িচালক বাতেনের ভূমিদস্যুতা

শেরপুরে জাল-জালিয়াতি করে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখল, ভুয়া দলিল সৃষ্টি, বন বিভাগের জমি দখল ও গুচ্ছগ্রামের সরকারি জমি আত্মসাতের মাধ্যমে অল্পদিনেই কোটিপতি বনে গেছেন বিচারকের গাড়িচালক আব্দুল বাতেন।

ভুক্তভোগীর আবেদনে জেলা প্রশাসকের হস্তক্ষেপে জেলা রেজিস্ট্রারের তদন্তে বেরিয়ে এসেছে বাতেনের করা ভুয়া দলিলের প্রমাণ। তবুও তিনি ছাড়ছেন না জমির দখল।

আব্দুল বাতেন শেরপুর জুডিশিয়াল আদালতের বিচারকের গাড়িচালক। তার বাড়ি শেরপুরের ভারত সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের হলদিগ্রামে। এলাকায় তিনি ‘ভূমিদস্যু বাতেন’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় চাকরি করার সুযোগে এবং বিচারকের গাড়িচালক হওয়ায় বেশ দাপটের সঙ্গেই চলছে তার জাল-জালিয়াতি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাল দলিল তৈরিতে পটু বাতেন এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন কয়েক একর জমি দখল করে রেখেছেন। জেলা রেজিস্ট্রার অফিসের তদন্তে প্রায় দেড় একর জমির দুটি দলিল ভুয়া প্রমাণিত হলেও এখনো সেই জমির দখল ছাড়ছেন না তিনি। উল্টো ওই জমিতে টিনের বেড়া নির্মাণ করে দখল পাকাপোক্ত করেছেন বাতেন।

এলাকাবাসী, তার স্বজন এবং স্থানীয় ভুক্তভোগীরা বাতেনের নানা অপকর্মের বর্ণনা দিয়ে জানান, প্রতিবাদ করলেই তিনি বিচারকের নাম ভাঙিয়ে হুমকি-ধমকি দেন এবং মিথ্যা মামলায় জেল খাটানোর ভয় দেখান। কয়েকজনকে মিথ্যা মামলা দিয়ে হাজতও খাটিয়েছেন। এজন্য তার ভয়ে কেউ কথা বলতে সাহস পান না। এলাকায় তিনি অঘোষিত রাজা বনে গেছেন। দখলকৃত জমিতে করেছেন ফলের বাগান, গড়েছেন দোকানপাট। এমনকি তার আপন ভায়রা ভাইয়ের জমিও দখল করে নিয়েছেন জাল দলিল করে। 

এসব জমির মধ্যে হলদিগ্রাম এলাকায় সরকারি গুচ্ছগ্রাম তৈরির জন্য নির্ধারিত ৫০ শতাংশ জমির‌ও মালিকানা দাবি করে আদালতে মামলা করে সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নিয়েছেন। এতে বাধ্য হয়ে উপজেলা প্রশাসন অন্যত্র গুচ্ছগ্রাম নির্মাণ করে। 

এছাড়া বাতেনের বিরুদ্ধে আদালতের বিভিন্ন মামলার নথিও গায়েব করার অভিযোগ করেন ভুক্তভোগী গ্রামবাসী।

জানা গেছে, হলদিগ্রামের আজিজুল ইসলাম এবং আমিনুল ইসলাম তাদের এক একর তিন শতাংশ জমি এবং গুচ্ছগ্রামের ৫০ শতাংশ জমির জাল দলিলের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ওই আবেদনের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন চেয়ে জেলা রেজিস্ট্রারের কাছে পত্র দেন জেলা প্রশাসক।

তদন্তে দলিল দুটি জাল প্রমাণিত হয়। এ বিষয়ে গত ১৪ সেপ্টেম্বর জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মো. নূর নেওয়াজ জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টরের কাছে প্রতিবেদন দাখিল করেন। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বালাম ব‌ইতে ১৪৭৪নং দলিলের পাতা ছেঁড়া। টিপ বই অনুযায়ী ওই দলিলের দাতা জনৈক কুদুছ আলী এবং নবা আলী। তাছাড়া ১০-০৪-২০০৭ খ্রি. তারিখে ১৪৭৪নং দলিলের কোনো নকল সরবরাহ করা হয়নি। 

অপর দলিলের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বালামে ০৭-০১-১৯৬৪ তারিখে নিবন্ধিত ৬৪নং দলিলের কোনো অস্তিত্ব নেই। ১১-০৯-২০১১ তারিখে ওই দলিলের কোনো নকল সরবরাহ করা হয়নি। অভিযোগকারী আমিনুল ইসলাম (আমিন) এবং আজিজুর রহমানের অভিযোগ সঠিক।

আব্দুল বাতেনের কাছে দলিল দুটির সার্টিফায়েড কপি জাল প্রমাণিত হ‌ওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি আদালতে মামলা দায়ের করেছি। যা সিদ্ধান্ত হ‌ওয়ার তা আদালতেই হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেব।’

এ বিষয়ে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, জেলা রেজিস্ট্রার তদন্ত প্রতিবেদন দিয়েছেন। পরবর্তী বিষয়টি জেলা রেভিনিউ শাখা দেখবে।

জেলা রেজিস্ট্রার মো. নূর নেওয়াজ জানান, জেলা প্রশাসন থেকে যে দুটি দলিলের তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছিল তদন্তে সেই দলিল দুটি ভুয়া প্রমাণিত হয়েছে।

এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল ‘ভূমিদস্যু’ আব্দুল বাতেনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জমি অবৈধ দখলমুক্ত করে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।