ঢাকা Tuesday, 05 December 2023

কসবায় ১০০ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: 19:36, 25 September 2023

কসবায় ১০০ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউপির ময়দাগঞ্জ বাজারের তিতাস নদীর ঘাট থেকে নৌকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন - জহর লাল চন্দ্র দাশ (৫৬) জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউপির আহমদাবাজ দাশপাড়া এলাকার নীল মোহন চন্দ্র দাশের ছেলে, বিজয়নগর উপজেলার চাউরা ইউপির কাশীনগর পশ্চিমপাড়া এলাকার আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউপির সিংগারবিল উথারিয়া পাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. তুষার (১৮) ও কাশীনগর পশ্চিমপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মূলগ্রাম ইউপির ময়দাগঞ্জ বাজারের উত্তর পাশে তিতাস নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নৌঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।