
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমরান আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামের আল-আমিনের ছেলে। তিনি পেশায় আম ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, সকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজভর্তি ট্রাক খড়কপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করতে যায়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পেঁয়াজ ভর্তি ট্রাকটি জব্দ করে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরাসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।