
আজ ২৫ সেপ্টেম্বর। গত বছর আজকের এদিনে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে ঘটেছিল এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। মহালয়া উপলক্ষ্যে জেলার প্রাচীন মন্দির বোদেশ্বরীতে যাবার পথে এ মর্মান্তিক নৌ দূর্ঘটনা ঘটেছিল। নদীর উভয় প্রান্তে অসংখ্য মানুষের চোখের সামনে সংঘটিত ওই দূর্ঘটনায় ৭২ জন নিহত হলেও নিখোঁজ সুরেন্দ্র রায়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহালয়া উপলক্ষ্যে জেলার বোদা উপজেলার পুরনো বোদেশ্বরী মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে উপজেলার মাড়েয়া, কালীগঞ্জসহ পাশ্ববর্তী এলাকার লোকজন বাড়ি থেকে রওয়ানা দেয়। পথে করতোয়া নদীর আউলিয়া ঘাটে ইঞ্জিন চালিত ছোট নৌকায় মাত্রাতিরিক্ত লোক ওঠায় কিছুদূর যেতেই নৌকাটি নদীর মোহনায় তলিয়ে যায়। এসময় নদীর উভয় পারে কয়েকশ মানুষ নদী পারাপারের অপেক্ষায় ছিল। সবার চোখের সামনেই দূর্ঘটনায় পড়ে যাত্রীরা। দূর্ঘটনার পর পরই স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঊদ্ধার অভিযান চালিয়ে ৭১ জনের মরদেহ উদ্ধার করলেও গত এক বছরে অপর একজনের এখনও কোন সন্ধান পায়নি নিহতের স্বজনরা। এ ঘটনায় ঘাটের ইজারাদার ও মাঝিসহ ৩ জনকে অভিযুক্ত করে নৌযান আইনে আদালতে মামলা দায়ের করে পুলিশ।
মাড়েয়া গ্রামের উজ্জ্বল বর্মন ও জবা রাণী জানায়, নৌকাডুবি দুর্ঘটনায় তাদের পরিবারের ছয় সদস্য নিহত হয়। মহালয়া উপলক্ষ্যে সেদিন উৎসবের যে আবহ তৈরী হয়েছিল তা মূহুর্তেই নষ্ট হয়ে যায়। তারা বলছেন, দুর্ঘটনার পর এলাকায় মন্ত্রী এমপিসহ প্রশাসনের উর্ধ্বতন অনেক কর্মকর্তা এলাকা পরিদর্শনে এসে আউলিয়া ঘাটে ওয়াই ব্রীজ নির্মানের ঘোষণা দিলেও এখনও সেটা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত ব্রীজটি নির্মানের দাবী জানিয়েছেন।
দুর্ঘটনায় মা বাবা হারিয়ে অতিকষ্টে দিন কাটছে বটতলী গ্রামের হরি কিশোর বর্মণের। তিনি বলেন, সেদিনের নৌ দূর্ঘটনায় বাবা মা দুজনেই নিহত হলেও ভগবান তার আড়াই বছরের ছোটভাইকে অলৌকিক ভাবে বাঁচিয়েছেন।
এ ব্যাপারে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, আউলিয়া ঘাটে ব্রীজ নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সেখানে ওয়াই ব্রীজ নির্মিত হবে।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো: রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে জেলা প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বর্তমানে ওই ঘাটে নৌকা দিয়েই মানুষ নদী পারাপার করছে। দূর্ঘটনা এড়াতে সেখানে স্থায়ীভাবে গ্রাম পুলিশের প্রহরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় জানান, নৌকা ডুবি দুর্ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে নৌযান আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের একজন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও অপর দুজন জেলহাজতে আছে।