
পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের চাকায় পিষ্ট হয়ে বিধান মাঝি (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিধান মাঝি উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে। সে পৌরশহরের সেলিম বেকারির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. হুমায়ুন জানান, বিধান মাঝি টমটমের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।