
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই স্লোগানকে সামনে রেখে পথচলা প্রবীণ-নবীন গণমাধ্যমকর্মীদের ‘ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৩-২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটি অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান সর্ম্পন্ন হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপত্বিতে সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, রোটারী ক্লাবের ফরিদগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান সাউদ ইউনিয়ন পরিষদ সংগঠনের সাধারন সম্পাদক শাহ আলম শেখসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের কে অতিথি বৃন্দ ফুলেল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন।