ঢাকা Tuesday, 05 December 2023

‘টানেলের কথা মাথায় রেখেই মর্ডান এই ফায়ার সার্ভিস নির্মাণ’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 19:22, 23 September 2023

‘টানেলের কথা মাথায় রেখেই মর্ডান এই ফায়ার সার্ভিস নির্মাণ’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দেশের ১১টি মর্ডান ফায়ার সার্ভিস ষ্টেশনের মধ্যে কর্ণফুলী উপজেলাতে এই মর্ডান ফায়ার সার্ভিস ষ্টেশন একটি৷ আগামী মাসেই উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প বঙ্গবন্ধু  টানেল। তাই টানেলসহ বিভিন্ন সার্ভিসের বিষয়টি মাথায় রেখে এই মর্ডান ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নবনির্মিত মর্ডান ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলীকে নিয়ে তিনি তার প্রয়াত বাবার স্বপ্নের কথা স্বরণ করে  বলেন, আমার বাবা এই আসনের প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু'র স্বপ্ন ছিলো কর্ণফুলীকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে গড়ে তোলা। তবে হায়াত না থাকায় তিনি তা করে যেতে পারেননি। তাই তার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে আমি কাজ করে যাচ্ছি। আজকের এই ফায়ার সার্ভিস স্টেশন বাবার আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে বলে আমি মনে করি।

এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গত কয়েক বছর আগে যারা বিদেশে গেছে তারা এখন এসে এই উপজেলা চিনবেনা। কারণ প্রতিমাসে এই উপজেলা পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকারের আমলে যত উন্নয়ন সম্ভব হয়েছে আর কোনো সরকারের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হতো না। এক কথায় এই আনোয়ারা কর্ণফুলীতে উন্নয়নের মহাযজ্ঞ চলছে।

কৃষির উন্নয়ন নিয়ে তিনি বলেন,কোথাও  এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবেনা। তাই ২ফসলি, ৩ফসলি সব জমিতে চাষাবাদ করার বিষয়ে তিনি চাষাবাদের বিষয়ে সকলকে সচেতন হতে  বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের অর্থ ও প্রশাসন পরিচালক, যুগ্নসচিব মোঃ ওয়াহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপসচিব শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, কর্ণফুলী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেলসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা, এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।