ঢাকা Tuesday, 05 December 2023

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে   

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 18:57, 21 September 2023

পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে   

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  তার নাম তাহসিন কবির সামির (১৪)। সে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির ভুট্টোর ছেলে।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

পুলিশ জানায়, সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।  তার বাবা প্রবাসী। সে ঘরে প্রায়ই টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। 

এসব নিয়ে গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে এবং প্রবাসে তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলেন। সে সময় সামির তার বাবার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। 

এরপর তার মা তার শয়নকক্ষে ঘুমাতে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ডাকতে দেখেন ছেলে তার হিজাব দিয়ে গলায় ফাঁস নিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কি না এ বিষয়ে ওসি সাহেব এখনো কোনো সিদ্ধান্ত দেননি।