ঢাকা Monday, 09 September 2024

৯৯৯- এ ফোন দিয়ে প্রাণে বাঁচলেন ২৯ জেলে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 16:59, 21 September 2023

আপডেট: 17:02, 21 September 2023

৯৯৯- এ ফোন দিয়ে প্রাণে বাঁচলেন ২৯ জেলে

ছবি: সংগৃহীত

ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন সমুদ্রে ভেসে থাকার পর ৯৯৯-এ ফোন করে প্রাণ বেঁচেছেন ২৯ জেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী তাদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার জানান, চট্টগ্রামে বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে গত ১৫ সেপ্টেম্বর রাতে ‘রহমত ই ইলাহী নামের একটি মাছ ধরা ট্রলারে ২৯ জন জেলে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর রাতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

একপর্যায়ে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে। পরে ওই দিন রাত ১২টার দিকে ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশন চালায়।

উত্তাল সমুদ্র এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ কোস্টগার্ডের উদ্ধারকারী দল ও অপর একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ডের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

আনোয়ার সাত্তার বলেন, জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালীর গলাচিপা এলাকায় বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।