
বাগেরহাটের শরণখােলায় ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযােগে আব্দুল হক মােল্লা নামের(৬৭) এক মুদি দােকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সােমবার দিবাগত রাতে শরণখোলা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
শরণখােলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হােসেন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখােলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত কােডেক স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ওই ছাত্রীর পিতা-মাতা কাজের সুবাদে ভারত থাকেন। তারা দুইবােন বাড়িতে থাকেন। কােডেক স্কুলের সামনে আব্দুল হক মােল্লার দােকান থেকে তারা প্রায়ই কেনাকাটা করেন। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী একা ওই দােকানে গিয়ে খাবার কিনতে যায়। এসময় একা পেয়েে মুদি দােকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দাকানের পিছনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে । বিষয়টি সে তার বােনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর তাদের বাবা-মার সাথে ফােনে কথা বলার পর সােমবার রাতে ছাত্রীটির বােন বাদী হয়ে শরণখােলা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আব্দুল হক মােল্লাকে গ্রেপ্তার করে।
ঐ ছাত্রীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।