১০ ঘণ্টা পর খাগড়াছড়ির সাজেকের সঙ্গে সারাদেশে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনাছড়া এলাকায় মাটি অপসারণের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃষ্টির কারণে পাহাড় ধসে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী। এরপর সকাল ৮টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে কিছু গর্ত সৃষ্টি হয়েছে; সেগুলো ভরাটে কাজ চলছে।
খাগড়াছড়ি-সাজেক জিপ সমিতির লাইনম্যান মো. আরিফ হোসেন জানান, সোমবার রাতে যে পাহাড় ধস হয়েছিল সেনাবাহিনী তা সংস্কার করেছে। সড়কে আপাতত কোনো সমস্যা নেই। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে ২০টি জিপ পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাজেক থেকেও ২২টি জিপ গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে এসেছে।