ঢাকা Saturday, 23 September 2023

পঞ্চগড়ে ভারত-বাংলাদেশ পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: 16:20, 19 September 2023

পঞ্চগড়ে ভারত-বাংলাদেশ পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইতিহাস,প্রকৃতি এবং পর্যটনে দুই বাংলার সৌহার্দ সম্প্রসারিত হোক এই প্রতিপাদ্য নিয়ে এক সেমিনার সোমবার রাতে পঞ্চগড় সেন্ট্রাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন ফোরাম পঞ্চগড় এ মতবিনিময় সভার আয়োজন করে।

ফোরামের সভাপতি হাসনুর রশিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারত পর্যটনের ফোরামের প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ সাহা। 

পঞ্চগড় পর্যটন ফোরামের আবু সালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পৌর মেয়র জাকিয়া খাতুন, চেম্বারের সহসভাপতি মেহেদী হাসান বাবলা, পঞ্চগড় কবিতা পরিষদের সভাপতি আরিফুল ইসলাম পল্লব। বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল, শহীদুল ইসলাম শহীদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, অব. শিক্ষক জোবায়ের ইসলাম বাদল, সাংবাদিক ও নাট্যকর্মী সরকার হায়দার হায়দার বক্তব্য দেন। 

বক্তারা পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার ভারতীয় জনগণের নিকট তুলে ধরে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে প্রধান অতিথির প্রতি আহবান জানান। জবাবে প্রধান অতিথি দুদেশের পর্যটনকে এগিয়ে নিতে আগামীতে পঞ্চগড়ে পর্যটন মেলা অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এর আগে বাউল রইস সংগীত পরিবেশন করেন। শুরুতেই প্রধান অতিথিকে উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।