
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখায় হিফয সবক সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (১৮ সেপ্টেম্বর) দূপুরে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মীম আতীকুল্লাহ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওঃ হাফেয রিয়াদ হায়দার এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর আবু সায়েম মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রিয়াদ হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল ক্বারী ইয়াহিয়া মানিক , অভিভাবক আবুল কাশেম, তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা কক্সবাজার শাখার কো-অর্ডিনেটর মিজানুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে হিফয সমাপনকারী চারজন ছাত্র তাদের শেষ সবক শোনান ও তাদের ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন।তারা হলো মাহমুদ আহমেদি নেজাদ, আলফা আলমগীর, ওমর ফারুক, শোয়াইবুল হক সোয়াদ। অনুষ্ঠানে হুসনে সাওত প্রতিযোগিতা এবং মীযান প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নিজাম উদ্দীন, নাযেমে তালিমাত শামসুদ্দীন, আমিনুল হিফয আব্দুল হালিম, আরবি শিক্ষক আনোয়ারুল হকসহ প্রতিষ্ঠানের হিফয ও জেনারেল বিভাগের শিক্ষকবৃন্দ। অবশেষে প্রধান অতিথি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।