ঢাকা Wednesday, 04 October 2023

পাহাড় ধসে সাজেকের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: 11:01, 19 September 2023

আপডেট: 16:51, 19 September 2023

পাহাড় ধসে সাজেকের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে সারাদেশের সাথে রাঙামাটির মেঘের রাজ্য সাজেকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে সাজেকগামী ও সাজেক ফিরতি পর্যটকরা।

সোমবার দিবাগত রাতে সাজেক ইউনিয়নে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট জোন সদর হইতে ৩ কিলোমিটার পশ্চিমে শুকনাছড়া বড়ইতলি এলাকায় দুই পাশের মাটি ধসে পড়ে সড়কের ওপর। ফলে দীঘিনালা হইতে সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য আসা পাথর বোঝাই ট্রাক আটকে যান এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, সাজেকে ভারী বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশের পাহাড় ধসে পড়ে। এতে সাজেকের সঙ্গে সারাদেশের যানচলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে দ্রুত রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।