
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উত্তর লক্ষ্মীপুর বাজারসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ইউপি সদস্য মকছেদ আলী, লিটন মন্ডল, সুকুমার রায়, শুধারানী প্রমুখ।
এসব কর্মসূচিতে খয়েরবাড়ী ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য, ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।