ঢাকা Friday, 19 April 2024

ময়মনসিংহ ও শেরপুর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিল আইইবি 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: 21:29, 31 July 2021

ময়মনসিংহ ও শেরপুর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিল আইইবি 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনা ভাইরাসের অধিক সংক্রমিত এলাকার রোগীদের চিকিৎসা সহযোগিতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সারা দেশে বিনামূল্যে এক হাজার মেডিকেল অক্সিজেন গ্যাসপূর্ণ সিলিন্ডার সরবরাহ দিচ্ছে। যার অংশ হিসেবে আইইবি ময়মনসিংহ কেন্দ্রের নেতৃবৃন্দ শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকহা) ৩০টি এবং শেরপুর জেনারেল হাসতালে করোনা রোগীর চিকিৎসায় ২০টি বিনামূল্যে মেডিকেল অক্সিজেন গ্যাসপূর্ণ সিলিন্ডার হস্তান্তর করেছেন।

মমেকহা’র উপ-পরিচালক ডা. ওয়াইজ উদ্দিন ফরাজী প্রতিটি ১০ লিটারের ওইসব অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। করোনা সংক্রমান হ্রাস না পাওয়া পর্যন্ত আইইবি-মাক্স গ্রুপ অক্সিজেন সিলিন্ডারগুলো খালি হলে বারবার রিফিল করে দেবে নিশ্চিত করেছেন আইইবি নেতা ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান।

মমেকহা’তে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ময়মনসিংহ কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ন হোপ, সন্মানী সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ। 

ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান জানান, দেশে করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অধিক সংক্রমিত এলাকায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ দেয়ার জন্য আইইবি-মাক্স গ্রুপের সাথে একটি সমঝোতা চুক্তি হয়েছে। 
গত ১৮ জুলাই ঢাকায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর এর উপস্থিতিতে আইইবি-ম্যাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেডিকেল অক্সিজেন গ্যাসপূর্ণ সিলিন্ডার হস্তান্তরের বিষয়টি কেন্দ্রীয়ভাবে দিক নির্দেশনা প্রদান করেন আইইবি-মাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টার কমিটির আহ্বায়ক ও আইইবি সদর দপ্তরের ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান।

এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান জানান, আইইবি ময়মনসিংহ কেন্দ্র বৈশ্বিক করোনা অতিমরি মোকাবিলায় সাধারণ মানুষকে করোনার টিকাদানের সুবিধার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় ১০টি ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ স্থাপন করেছে। এসব বুথে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পাদন করে টিকাকার্ড প্রিন্ট করে দেয়া হচ্ছে।