ঢাকা Saturday, 23 September 2023

বাবার কাছে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 20:29, 17 September 2023

বাবার কাছে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শেরপুরে বাবার হাত ধরে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে কাজল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়া এলাকায় মৃগী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কাজল সদর উপজেলার মোবারকপুর কইনেপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছিলেন।

জানা যায়, বাবার ইচ্ছাতে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়েছিলেন কাজল। বাবা আব্দুল কুদ্দুসের হাত ধরেই সাঁতার কাটছিলেন তিনি। কিন্তু হঠাৎ বাবার হাত থেকে ছুটে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান কাজল। এসময় আব্দুল কুদ্দুস ছেলেকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা নদীতে নেমে কাজলকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। 

সূত্র জানায়, ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করানোর জন্য তাকে সাঁতার শেখাতে নিয়ে গিয়েছিলেন আব্দুল কুদ্দুস।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পরিবারের পক্ষ থেকে কাজলের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে শেরপুর সদর থানায় আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।