ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে মীম আক্তার (৮) এবং ঝুমা আক্তার (৯) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সখীপুর উপজেলার হাতেয়া পশ্চিম পাড়া এলাকায় বাড়ির উত্তর পাশে একটি পুকুর থেকে তাদের দুই জনের লাশ উদ্ধার করা হয়।
নিহত মীম আক্তার হাতেয়া এলাকার কামরুল হাসানের মেয়ে ও ঝুমা আক্তার বাবুল মিয়ার মেয়ে। তারা দুই জনেই হাতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মীম ও ঝুমা শনিবার দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজা-খুঁজি শুরু করে। পরে বাড়ির উত্তর পাশে পুকুর থেকে তাদের লাশ রাতে পাওয়া যায়।
এ দিকে, দুই শিশু নিহতের বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হচ্ছে। কেউ তাদের হত্যা করেছে নাকি পানিতে ডুবে মৃত্যু হয়েছে, এটা নিয়ে তদন্ত করছে পুলিশ।
এরআগে গত (৮ সেপ্টেম্বর) সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে ৯ বছরের শিশু সামিয়াকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ফের একই বয়সের দুই শিশু নিখোঁজের পর গ্রাম জুড়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পরে রাতে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যু কী ভাবে হয়েছে এটা নিয়ে তদন্ত চলছে।