ঢাকা Thursday, 28 March 2024

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: 20:04, 4 June 2023

আপডেট: 20:05, 4 June 2023

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসী ইউনিয়নের সদস্যরা বিভিন্ন দাবিতে আন্দোলনে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

রোববার (৪ জুন) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। তবে পোর্ট অভ্যন্তরের লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভারত হিলি ট্রাক ড্রাইভার ও খালাসী ইউনিয়নের সদস্যরা জানান, ভারতীয় ট্রাক চালকদের লাঞ্চিত বন্ধ করাসহ দ্রুত পণ্য খালাস, পণ্যের ওজন মাপ সঠিক করণ ও ড্রাইভারদের পোর্টের বাহিরে প্রবেশের অনুমতিসহ বিভিন্ন দাবিতে আমদানিকৃত পণ্যবাহি ট্রাক বাংলাদেশে প্রবেশ বন্ধ রেখেছেন তারা। তাদের দাবি মেনে নিলেই আবারও পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করাবেন বলে জানান ইউনিয়নের সদস্যরা।

এ বিষয়ে হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক জানান, ভারতীয় ট্রাক চালকরা আমদানিকৃত পণ্যের পাশাপাশি গোপনে মাদক পাচার করে আনেন। ইতিমধ্যে বিভিন্ন সময় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য কাস্টমস কর্মকর্তারা জব্দ করছেন। তাই তাদেরকে নিরাপত্তার স্বার্থে বাহিরে বের হতে দেওয়া হয় না। কিছু উৎশৃঙ্খল ট্রাক চালক শনিবার জোরপূর্বক পোর্ট এর বাহিরে বের হওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভারতীয় ট্রাক ড্রাইভাররা রাস্তা বেরিকেট দিয়ে যানজটের সৃষ্টি করলে স্থানীয় লোকজনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এতে উভয়পক্ষ লাঞ্চিত হন।