
বিদ্যুতের লোড শেডিং ও চলমান তাপদাহের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেড়েছে নতুন চার্জার ফ্যান কেনাবেচা। এর পাশাপাশি বাড়িতে অকেজো হয়ে থাকা পুরানো চার্জার ফ্যান সারিয়েও নিচ্ছেন অনেকে। ফলে অনেকটাই ব্যস্তসময় পার করছেন ফ্যান মেরামত করা মিস্ত্রিরা।
জানা যায় পৌর শহরের মাত্র তিন থেকে চারজন মিস্ত্রি এ সকল নষ্ট ফ্যান মেরামত করে থাকেন। উল্লাপাড়া শহরের ওভার ব্রিজের নিকটে বটতলায় ফ্যান মেরামত করেন রহিজউদ্দিন। তার দোকানে আজ রবিবার পুরানো অকেজো ফ্যান মেরামত করতে আসা মানুষদের বাড়তি আনাগোনা দেখা যায়।
এসময় ফ্যান মেরামত করতে আনা একাধিক ব্যক্তি বলেন, বিদ্যুতের লোড শেডিং এর কারণে গরম থেকে কিছুটা হলেও রক্ষা পেতে বাড়িতে নষ্ট হয়ে পরে থাকা চার্জার ফ্যান ঠিক করতে এনেছেন।
মিস্ত্রি রহিজউদ্দিন বলেন, গত দুই দিনে বেশ কয়েকটি অকেজো চার্জার ফ্যান মেরামত করে দিয়েছেন। চলমান লোড শেডিং এর ফলে গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে মানুষ নষ্ট ফ্যান মেরামত করছেন। ফলে কাজের চাপ বেড়েছে।
এদিকে শহরের একাধিক ব্যবসায়ী বলেন গত কদিনে চার্জার ফ্যান কেনাবেচা বেড়েছে।