ঢাকা Monday, 09 September 2024

শরণখোলায় কালবৈশাখীর তাণ্ডব 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: 20:20, 2 June 2023

শরণখোলায় কালবৈশাখীর তাণ্ডব 

শরণখোলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি স্কুলসহ তিন গ্রামের বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক এই ঝড় আঘাত হানে বলে জানা গেছে।

মাত্র পাঁচ মিনিটের ঝড়ে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দুটি টিনশেড ভবনের চাল উড়ে যায়। বিধ্বস্ত হয় রায়েন্দা গ্রামের আবুল খানের বসতঘর। এছাড়া গাছচাপা পড়ে একই গ্রামের পুলক হালদারের বসতঘর এবং দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বেলায়েত মাস্টারের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। 

একাধিক সূত্র জানায়, ওই তিন গ্রামের কমপক্ষে ১০টি বসতঘর এবং শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ ভেঙে ও উপড়ে পড়েছে ঝড়ে। 

সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল জানান, রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ওপর দিয়ে বিকেল ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ভবনসহ কয়েকটি কাঁচা ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।