ঢাকা Saturday, 20 April 2024

শশুর হত্যার দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত পূত্রবধু আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: 19:24, 1 June 2023

শশুর হত্যার দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত পূত্রবধু আটক 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে ২০১৪ সালে শশুর কাঁছা মালাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মোছাঃ শিপু বেগম (৪৫) দীর্ঘ ৮ বছর পরে বিজয়নগর থানা পুলিশের হাতে আটক হয়েছে।

তাঁকে বৃহস্পতিবার (১ জুন) ভোর সকালে তাহার বাবার বাড়ি উপজেলার খাদুরাইল গ্রাম থেকে আটক করা হয়।

আটক আসামি মোছাঃ শিপু উপজেলার পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিন এর স্ত্রী।  

২০১৪ সালে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ এর প্রথম আদালতে শশুর হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়।  পরে ২০১৯ সালের  ২০ নভেম্বর আদালত শিপু বেগমকে যাবজ্জীবন সাজা প্রদান করে। 

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মোছাঃ শিপু বেগম শশুর কাঁছা মালাকে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শ্বাসরুদ্ধ হত্যা করে। শশুরকে হত্যার অভিযোগে মামলা হলে সে গোপনে বিদেশে চলে যায়। দীর্ঘ ৮ বছর বিদেশে কাটিয়ে গোপনে গত সপ্তাহে দেশে আসলে বিজয়নগর থানা পুলিশ তাঁকে আটক করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি পলাতক আসামি প্রবাস থেকে দেশে ফিরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে। পরে তাঁকে পুলিশ  আটক করতে সক্ষম হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।