ঢাকা Wednesday, 24 April 2024

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: 18:57, 31 May 2023

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বিশ্ব তামাক মুক্ত দিবসে উপলক্ষে ‘তামাক নয়,খাদ্য ফলান’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩১ মে) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
 
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, সমাজসেবা অদিপ্তরের উপপরিচালক  অনিরুদ্ধ কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালম মো. শামীম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, সরকার ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ ঘোষণার অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। এছাড়া সভায় তামাক ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং আইনের প্রয়োগ জোরদার করার আহবান জানান। 
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।