
ছবি: স্টার সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূর অশ্লীল ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়ায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহকে (২৯) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। জিন্নাহ উপজেলার আকসিনা কোল্লাবাড়ি এলাকার ফিরোজ মিয়ার ছেলে। সে উপজেলার পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের সভাপতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দেলোয়ার উপজেলার আড়াইবাড়ি এলাকার এক গৃহবধূর অশ্লীল ভিডিও মোবাইলে ধারন করে গৃহবধূর নিকট মোটা অংকের টাকা দাবি করেন। পরে ওই গৃহবধূ টাকা দিতে অস্বীকার করলে সে অশ্লীল ভিডিও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ কসবা থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও পাওয়া যায়।
তিনি আরো জানান, জিন্নাহের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরিসহ আরো ৩ টি মামলা রয়েছে।