
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী যুক্তরাষ্ট্র যাওয়ায় চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরোজা জহুরকে।
বাংলাদেশি একটি সংস্থার আমন্ত্রণে মো. রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকা থেকে শুক্রবার (২৬ মে) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা হবেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে মেয়র যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন আফরোজা জহুর। তিনি চসিক কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।