ঢাকা Friday, 26 April 2024

উলিপুরে স্কুলবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: 19:49, 24 May 2023

উলিপুরে স্কুলবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ - এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্কুলবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ মে) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম দুদকের উপ-পরিচালক রাউফুল ইসলাম। 
এছাড়া সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সদস্য নুরে আলম সিদ্দিকীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল - ‘একমাত্র সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে’। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও ধরনিবাড়ী লতিফ রাজিয়া মাদরাসা।

প্রথম স্থান অধিকার করে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিয়া তাহসিন।