
চাঁদপুরের হাইমচর উপজেলায় বজ্রপাতে সাইফুল ইসলাম সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১২ টায় উপজেলার নীলকমল ইউনিয়নর ৭নং ওয়ার্ডে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গরুর ঘাস খাওয়ানোর সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বিকট আওয়াজে বজ্রপাত হলে সাইফুল ইসলাম সরদার আহত হন। পরে তাকে তার পরিবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।