
যশোরের মণিরামপুরে ২৬ রাউন্ড গুলিসহ এসএমজির একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাহাতাবনগর এলাকার কপোতাক্ষ নদের তীরে মাটি খুঁড়তে গিয়ে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি গুলিভর্তি ম্যাগাজিনটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া গুলি ও ম্যাগাজিন স্বাধীনতা যুদ্ধের সময়কার।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল মোতালেব কপোতাক্ষ নদের খনন করা মাটি পাড়ে উত্তোলনের পর কোদাল দিয়ে সমান করার কাজ করছিলেন। এ সময় কোদালে একটা বাক্সসদৃশ বস্তুতে আঘাত লাগে। তিনি বাক্সটি উঠিয়ে বাসায় নিয়ে যান। পরে বাক্সটি পরিষ্কার করে দেখতে পান ভেতরে গুলিভর্তি। এরপর তিনি বিষয়টি মোবাইল ফোনে মণিরামপুর থানার ওসিকে জানালে পুলিশের একটি দল গিয়ে এসএমজির ১টি ম্যাগাজিনের ভেতর মরচে পড়া ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, উদ্ধার গুলি ও ম্যাগাজিন স্বাধীনতাযুদ্ধের সময়কার।