
শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষ ও একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) কলেজটির মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম আলিফ উল্লাহ আহসান, সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, প্রমুখ।
এছাড়া কলেজের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম এবং একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত তাবাচ্ছুম নাফিজা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।