ঢাকা Friday, 29 March 2024

বজ্রপাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, আসছে নতুন প্রকল্প : ড. এনামুর

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: 17:00, 22 March 2023

বজ্রপাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, আসছে নতুন প্রকল্প : ড. এনামুর

বজ্রপাতে মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনতে গ্রামীণ পর্যায়ে তালগাছ লাগানো প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাতে মৃত্যু ঠেকাতে তালগাছ প্রকল্প ব্যর্থ। সে কারণে দেশের ১৫টি এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। এছাড়া মৃত্যুর হার শূন্যে নামাতে এক হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনো একনেকে পাশ হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে হবে এবং তা অনুমোদন হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে।

পরে তিনি কলেজের অধ্যক্ষ হোসেন জাকিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় তিনি স্কুলটিতে তার ছেলেবেলার স্মৃতিচারণ করেন।

প্রসঙ্গত, এই স্কুলে পড়ালেখা করেছিলেন ডা. এনামুর রহমান।