
ঠাকুরগাঁওয়ে কারুপণ্য উন্নয়ন সংস্থার আয়োজনে এস,এমই ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার বেকার ও আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৩০ জন নারী কে নিয়ে ৫ দিন ব্যাপী ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ)কারুপণ্য উন্নয়ন সংস্থার শহীদমোহাম্মদ আলী সড়কের দেব টাওয়ারে নিজস্ব ট্রেনিং সেন্টারে গত পাঁচ দিন ব্যপী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণী এ অনুষ্ঠান'টি অনুষ্ঠিত হয়েছে।
এস.এমই ফাউন্ডেশন সহযোগিতায় কারুপণ্যর আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তা কে ন্যাচারাল ডাইং প্রশিক্ষনের ব্যবস্থা করেন প্রতিষ্ঠান'টি।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চন্দনা ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,জান্নাতুল ফেরদৌস সভাপতি মহিলা ক্রিয়া সংস্থা ও লেডিস ক্লাব ঠাকুরগাঁও, বিশেষ অতিথি,জানাব মো রেজাউল করিম সহকারী ব্যবস্থাপক এস.এমই ফাউন্ডেশন ঢাকা।ও আব্দুল ওয়াহেদ মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ব্রাক ব্যাংক ম্যানেজার ঠাকুরগাঁও।
নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নিয়ে নারীদের সাবলম্বী করার লক্ষে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের কারুপন্য।