ঢাকা Friday, 19 April 2024

প্রধানমন্ত্রীর দেয়া গৃহ হস্থান্তর নিয়ে চৌদ্দগ্রামে প্রেস ব্রিফিং

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: 15:28, 21 March 2023

আপডেট: 15:33, 21 March 2023

প্রধানমন্ত্রীর দেয়া গৃহ হস্থান্তর নিয়ে চৌদ্দগ্রামে প্রেস ব্রিফিং

বুধবার (২২ মার্চ) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের ২১৪ টি পরিবারের মাঝে ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সাংবাদিকদের সামনে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বুধবার সকাল ১০ ঘটিকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ ধাপের চৌদ্দগ্রাম উপজেলার ২১৪ টি পরিবারের মাঝে জমির দলিল দস্তাবেজ হস্তান্তরের শুভ উদ্বোধন করবে প্রধানমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, আলহাজ¦ মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম।

এ সময় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, অর্থ সম্পাদক সোহাগ মিয়াজী, সাংবাদিক বেলাল হোসাইন, প্রেসক্লাবের সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, আব্দুর রব লাভলু, মো: ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মেহরাব হোসেন অপি, পল্লী বিদ্যুৎ ও বিএডিসি প্রতিনিধি সহ উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দফরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।