ঢাকা Thursday, 25 April 2024

‘খেলোয়াড় তৈরিতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করতে হবে’

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: 19:02, 19 March 2023

আপডেট: 19:04, 19 March 2023

‘খেলোয়াড় তৈরিতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করতে হবে’

খেলোয়াড় তৈরীতে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আরো বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

রবিবার (১৯ মার্চ) বিকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে রাঙ্গামাটি জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টের ফাইনালে বিলাইছড়ি উপজেলাকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি সদর উপজেলা সদর উপজেলা।

দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়ামোদী তাই প্রতিটি স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্ট গুলো থেকে আজ অনেক খেলোযাড় উঠে আসছে। তারই কৃতিত্ব রাঙ্গামাটির রূপনা চাকমা, ঋতুপর্না চাকমাসহ অন্যান্য খেলোয়াড়রা।

এসময় রাঙ্গামাটি জেলার খেলোয়াড়দের জন্য একটি হোস্টেল চালু  এবং রাঙ্গামাটি স্টেডিয়ামের অসমাপ্ত গ্যালারির কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। 

অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতমাজ উদ্দিন এনডিসি পিএসসি, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ মার্চ উদ্বোধনের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। রাঙ্গামাটির ১০ টি উপজেলা দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।