ঢাকা Friday, 29 March 2024

চৌদ্দগ্রামে জন্মের পরপরই নবজাতক পেল জন্ম নিবন্ধন কার্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: 19:07, 16 March 2023

চৌদ্দগ্রামে জন্মের পরপরই নবজাতক পেল জন্ম নিবন্ধন কার্ড

নবজাতক ওমর বিন হাসান ও তার জন্ম নিবন্ধন কার্ড

ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতকের নাম রাখা হয় ওমর বিন হাসান। এর পরপরই ওই নবজাতকের প্রবাসী পিতা কামরুল হাসান মীর্জার নির্দেশে তার বন্ধু মাসুদ পারভেজ স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে তার নবজাতক সন্তানের জন্ম নিবন্ধন করেন। 

জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছেলের জন্ম নিবন্ধন হাতে পেয়ে শিশুটির পিতা কামরুল হাসান মীর্জা চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান মজুমদার ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, সোমবার (১৩ মার্চ) বিকাল ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে এ ঘটনা ঘটে।

শুভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান মজুমদার জানান, ইউনিয়নের কাদঘর গ্রামের প্রবাসী কামরুল হাসান মীর্জার নবজাতক শিশুর জন্ম নিবন্ধনের কাজ জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে দেয়া হয়। জন্ম নিবন্ধনসহ শুভপুর ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম যথাসময়ে করার তাগিদ দেয়া আছে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের। তারাও এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। সরকারের যে কোনো সেবা এখন খুবই অল্প সময়ের মধ্যেই পাওয়া যায়। এখন আর আগের মতো লাইন ধরার পীড়া নেই। শুভপুরবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, যে কোনো সেবার জন্য আপনারা পরিষদে আসুন।