ঢাকা Tuesday, 23 April 2024

বেতন জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি লক্ষ্মীপুর গ্রাম পুলিশের

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:02, 16 March 2023

বেতন জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি লক্ষ্মীপুর গ্রাম পুলিশের

বেতন-ভাতা জাতীয় স্কেলের অন্তর্ভুক্তির দাবিতে লক্ষ্মীপুরে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সর্দার, হুমায়ুন কবির পাটওয়ারী, সংগঠনের প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর জহীর প্রমুখ। 

অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার ৫২০ গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা গ্রাম পুলিশের মর্যাদা প্রতিষ্ঠার জন্য বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান ও জাতীয় বেতনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।