ঢাকা Thursday, 18 April 2024

মাঝসমুদ্রে চবি শিক্ষার্থীদের পেটালেন জাহাজের কর্মচারীরা, আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:20, 14 March 2023

আপডেট: 21:20, 14 March 2023

মাঝসমুদ্রে চবি শিক্ষার্থীদের পেটালেন জাহাজের কর্মচারীরা, আহত ১০

ফাইল ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার সময় বেক্রুজ-১ জাহাজের কর্মচারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে চবির শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়টির ৭৫ জন শিক্ষার্থী। মাঝসমুদ্রে কয়েকজন শিক্ষার্থীকে তাদের আসন থেকে তুলে দেন জাহাজটির কর্মচারীরা। এর কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন তারা। পরে জাহাজটি দমদমিয়া ঘাটে ভিড়লে শিক্ষার্থীদের আরেক দফা মারধর করা হয়। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর দাবি করেন, তার কর্মচারীরা নন, উল্টো শিক্ষার্থীরাই তাদের ওপর হামলা চালিয়েছেন।